শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকল বন্ধ না করে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর আহ্বান কৃষক সমিতির

সমীরণ রায় : [২] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করতে সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সরকার কৃষক শ্রমিক কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে প্রতারণামূলকভাবে পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে পাটকলের সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাটচাষিরা। তাই অবিলম্বে সরকারকে পাট শিল্প, চাষি ও কৃষকদের রক্ষায় এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।

[৩] বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি কাজী সাজ্জাদ হোসেন চন্দন বলেন, সরকার ছয় হাজার কোটি টাকা খরচ করে পাটকল বন্ধ না করে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা সম্ভব ছিলো। অথচ সরকার জনগণকে ধোকাবাজি দিয়ে শ্রমিক, কৃষক ও চাষিদের ঠকিয়ে পাটকল বেসরকারি খাতে দেয়ার ঘোষণা দিয়েছে। তাই অবিলম্বে সরকারকে পাট শিল্প, চাষি ও কৃষকদের রক্ষায় এ সিদ্ধান্ত বাতিল বাতিলের আহ্বান জানাচ্ছি।

[৪] এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সদস্য মানবেন্দ্র দেব, আসাদুল্লাহ টিটো, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়