শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকল বন্ধ না করে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর আহ্বান কৃষক সমিতির

সমীরণ রায় : [২] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করতে সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সরকার কৃষক শ্রমিক কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে প্রতারণামূলকভাবে পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে পাটকলের সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাটচাষিরা। তাই অবিলম্বে সরকারকে পাট শিল্প, চাষি ও কৃষকদের রক্ষায় এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।

[৩] বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি কাজী সাজ্জাদ হোসেন চন্দন বলেন, সরকার ছয় হাজার কোটি টাকা খরচ করে পাটকল বন্ধ না করে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা সম্ভব ছিলো। অথচ সরকার জনগণকে ধোকাবাজি দিয়ে শ্রমিক, কৃষক ও চাষিদের ঠকিয়ে পাটকল বেসরকারি খাতে দেয়ার ঘোষণা দিয়েছে। তাই অবিলম্বে সরকারকে পাট শিল্প, চাষি ও কৃষকদের রক্ষায় এ সিদ্ধান্ত বাতিল বাতিলের আহ্বান জানাচ্ছি।

[৪] এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সদস্য মানবেন্দ্র দেব, আসাদুল্লাহ টিটো, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়