শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:৪৩ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আমিরাতের ৪২টি কোম্পানির চুক্তি স্বাক্ষর

রাশিদ রিয়াজ : [২] দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার গোপন প্রচেষ্টা চালিয়ে আসছে। লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের ৪২টি কোম্পানি ইসরাইলের দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। কোভিড মহামারির ইস্যুকে ব্যবহার করে আমিরাত ইসরায়েলের সঙ্গে চুক্তি করলো।

[৩] পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলের ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল- এই দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। আমিরাত দাবি করছে- করোনাভাইরাসের মহমারি মোকাবেলার ক্ষেত্রে প্রযুক্তিগত সমাধানের জন্য ইসরাইলের দুটি প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। ইসরায়েলের এ দুটি কোম্পানি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত এবং তারা ইসরায়েলকে সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করে।

[৪] গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে যৌথভাবে ইসরায়েলের সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় উপকরণ তৈরির ঘোষণা দেয়। ওইদিনই ইসরায়েলের গণমাধ্যম জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য এক লাখ টেস্ট কিট দিয়েছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক না থাকলেও দেশটিকে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতা করে যাবে তেল আবিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়