শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: কোভিড-১৯ টেস্টে নমুনা পরীক্ষায় ফি নির্ধারণ : ভুল সিদ্ধান্ত নিলো সরকার?

রবিউল আলম: কোভিড-১৯ বিশ্বকে এক কাতারে দাড় করিয়ে দিয়েছে। নতুন করে ভাবনার বিষয়গুলো বন্ধ রাখতে হচ্ছে। করোনার নমুনা নিয়ে আমাদের সময় কাটাতে হচ্ছে। কী হবে নমুনা দিয়ে, যদি পরীক্ষার ফল আসতে সপ্তাহ পার হয়ে যায়? করোনাভাইরাস থেকে রোগী ১৪ দিনে ভাইরাসমুক্ত হওয়ার একটা বার্তা বহন করে, হয় মৃত্যু না হয় সুস্থতার। করোনারভাইরাসের আতঙ্কে বিশ্ব, দিকনির্দেশনাহীন এই পৃথিবী। ইতোমধ্যে নমুনা সংগ্রহ নিয়ে অনেক প্রতারক চক্র গড়ে উঠেছে, সরকারের কিছু আমলা জড়িয়ে পড়েছে প্রতারক চক্রের সাথে।

দেশের বিপদের সময়ে মানুষের ব্যবসায়ী ও অর্থলোভের লালসা থেকে মুক্ত হতে পারেনি। নমুনা সংগ্রহের ধীরগতি। ইতোমধ্যে অনেকেই আমার মতো মনে করা শুরু করে দিয়েছে। ২০ কোটি জনসংখ্যার এ দেশে প্রতিদিন ২০ হাজার নমুনা সংগ্রহ করে কী সমাধান আসবে, তবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষো ভূমিকা রাখছে। সরকার একটা কিছু করছে জনগণ মনে করতে পারে। লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন সব মিলিয়ে জনজীবন, খাদ্য ও অর্থ কষ্টে অতিষ্ট। জনগণকে নমুনা সংগ্রহে উৎসাহিত করার জন্য সরকার খাদ্য সহায়তার একটা পেকেট, কিছু ওষুধ, কিছু ব্যবস্থাপত্র বিনা মুল্যে দেওয়ার পরিবর্তে নমুনার জন্য ফি নির্ধারণ সরকারকে ভুল পথের বার্তা দিচ্ছে। কারা দিচ্ছে, কী কারণে, এই সহজ কথাটা না বোঝার কথা না। ইতোমধ্যে জেকেজি হেলথকেয়ার নমুনা সংগ্রহের প্রতারক চক্র, প্রশাসন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আরো অনেক চক্র দরার অপেক্ষায়। সে সময় নমুনার জন্য ফি নির্ধারণ প্রমাণ করে প্রতারক চক্র সরকারের কাছাকাছিই আছে নিজেদের আখের গোছাতে, ভুলপথে নিতে পারলে চক্র গড়ে ওঠা সহজ, তার উপর ফি নির্ধারণ তাদের জন্য সোনায় সোহাগা। জনস্বার্থে সরকারকে ফিরে আসতে হবে নমুনার ফি নির্ধারণ থেকে। লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়