মিনহাজুল আবেদীন : [২] এই ইসলামি চিন্তাবিদ বলেন, কোরবানি ওয়াজিব, কোনোভাবেই বাদ দেওয়া যাবে
না । হাদিস অনুযায়ী বিশেষ কোনো কারণে কেউ কোরবানি দিতে না পারে তাকে সেই পরিমাণ বিনিময় বা দণ্ড দিলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে কোনোভাবেই কোরবানি বাদ দেওয়া উচিত হবে না। কারণ কোরবানি দেওয়া উত্তম কাজ। ফরিয়াদ করি, আল্লাহ যেন অতি দ্রুতই এই মহামারির হাত থেকে আমাদের রক্ষা করেন।
[৩] মহামারি মোকাবেলায় সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই মিলে সুরক্ষা সেবা নিশ্চিত করতে হবে। হাট-বাজারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
[৪] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, শারীরিক দূরত্ব বজায় ও নিজেকে নিরাপদ স্থানে রেখে তারপর গরু কিনতে হবে। জনসমাগম যতোটা এড়িয়ে চলা যায়, সেই চেষ্টা করতে হবে। এটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। [৫] সবাই সচেতন হলে কোরবানির গরুর হাট মানুষের জন্য তেমন কোনো ঝুঁকিপূর্ণ হবে না। সবসময় জননিরাপত্তার ব্যাপারে আগে গুরুত্ব দিতে হবে।