শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত বিজেপির সংসদ সদস্য লকেট চ্যাটার্জি

ডেস্ক রিপোর্ট : [২] করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তিনি।

কয়েকদিন আগে লকেটের সোয়াব টেস্ট করা হয় পরে। আজ দুপুরে ট্যুইট করে লকেট নিজেই জানান, ‘আজ সকালেই আমার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আমার হাল্কা জ্বর রয়েছে, গত এক সপ্তাহ ধরেই আমি ‘সেল্ফ আইসোলেশন’এ আছি। সবাইকে সময় মতো সব জানাবো। সব ভাল হোক।’

[৩] সম্প্রতি রাজ্যে বিজেপির সংগঠনে যে রদবদল করা হয় তাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এই নারী নেত্রীকে। গত কয়েক বছর ধরেই সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে নারীদের সমস্যা নিয়ে একেবারে তৃণমূল স্তরেও আন্দোলন করতে দেখা যাচ্ছে তাকে।

এমনকি করোনার আবহেই দলের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। গত মাসের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে নিহত সেনা জওয়ন রাজেশ ওরাং’এর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গিয়েছিলেন লকেট। কিন্তু করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই গত কয়েকদিন আর সেভাবে প্রকাশ্যে দেখা যায় নি হুগলির এই বিজেপি সাংসদকে।

[৪] উল্লেখ্য বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৮৩। রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯৯। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৩ হাজারের বেশি রোগী।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়