শিরোনাম
◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত বিজেপির সংসদ সদস্য লকেট চ্যাটার্জি

ডেস্ক রিপোর্ট : [২] করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তিনি।

কয়েকদিন আগে লকেটের সোয়াব টেস্ট করা হয় পরে। আজ দুপুরে ট্যুইট করে লকেট নিজেই জানান, ‘আজ সকালেই আমার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আমার হাল্কা জ্বর রয়েছে, গত এক সপ্তাহ ধরেই আমি ‘সেল্ফ আইসোলেশন’এ আছি। সবাইকে সময় মতো সব জানাবো। সব ভাল হোক।’

[৩] সম্প্রতি রাজ্যে বিজেপির সংগঠনে যে রদবদল করা হয় তাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এই নারী নেত্রীকে। গত কয়েক বছর ধরেই সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে নারীদের সমস্যা নিয়ে একেবারে তৃণমূল স্তরেও আন্দোলন করতে দেখা যাচ্ছে তাকে।

এমনকি করোনার আবহেই দলের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। গত মাসের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে নিহত সেনা জওয়ন রাজেশ ওরাং’এর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গিয়েছিলেন লকেট। কিন্তু করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই গত কয়েকদিন আর সেভাবে প্রকাশ্যে দেখা যায় নি হুগলির এই বিজেপি সাংসদকে।

[৪] উল্লেখ্য বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৮৩। রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯৯। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৩ হাজারের বেশি রোগী।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়