শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত বিজেপির সংসদ সদস্য লকেট চ্যাটার্জি

ডেস্ক রিপোর্ট : [২] করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তিনি।

কয়েকদিন আগে লকেটের সোয়াব টেস্ট করা হয় পরে। আজ দুপুরে ট্যুইট করে লকেট নিজেই জানান, ‘আজ সকালেই আমার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আমার হাল্কা জ্বর রয়েছে, গত এক সপ্তাহ ধরেই আমি ‘সেল্ফ আইসোলেশন’এ আছি। সবাইকে সময় মতো সব জানাবো। সব ভাল হোক।’

[৩] সম্প্রতি রাজ্যে বিজেপির সংগঠনে যে রদবদল করা হয় তাতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এই নারী নেত্রীকে। গত কয়েক বছর ধরেই সামনের সারি থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে নারীদের সমস্যা নিয়ে একেবারে তৃণমূল স্তরেও আন্দোলন করতে দেখা যাচ্ছে তাকে।

এমনকি করোনার আবহেই দলের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। গত মাসের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে নিহত সেনা জওয়ন রাজেশ ওরাং’এর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় গিয়েছিলেন লকেট। কিন্তু করোনার উপসর্গ দেখা দেওয়ার পরই গত কয়েকদিন আর সেভাবে প্রকাশ্যে দেখা যায় নি হুগলির এই বিজেপি সাংসদকে।

[৪] উল্লেখ্য বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৮৩। রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯৯। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৩ হাজারের বেশি রোগী।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়