শরীফ শাওন : [২] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারী এলাকায় শনিবার ভোর ৬টা থেকে লকডাউন কার্যকর হয়েছে। বাঁশের বেড়া ও সুরক্ষা বুথসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
[৩] লকডাউন এলাকার মধ্যে রয়েছে, ৪১ নম্বর ওয়ার্ডের আউটার রোডের মধ্যে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয় কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। এছাড়া, ইনার রোডের মধ্যে লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র্যাংকিন স্ট্রিট, নওয়াব রোড লকডাউনের আওতায় থাকবে।
[৪] এরআগে, জনসচেতনতা তৈরিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিন মাইকিং করা হয়েছে। লকডাইন এলাকায় ওষুধের দোকান ছাড়া সার্বিকভাবে সবকিছু বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রয়োজনীয় যাতায়াতে ওয়ারী এলাকার দুটি পথ খোলা থাকবে। সম্পাদনা : রায়হান রাজীব