শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবানে ২ ভাইকে ‘পিটিয়ে হত্যা’

বান্দরবান প্রতিনিধি : [২] বান্দরবানের রুমার রেমাক্রী প্রাংসা দুর্গম এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাড়াবাসীর বিরুদ্ধে। দুই ভাই পপি চাষ করতেন। কয়েক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পপি বাগান ধ্বংস করে দিয়েছিল। এ নিয়ে ওই এলাকার অনেকের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

[৩] মঙ্গলবার রেমাক্রী প্রাংসার হ্লা‌চিং পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যন্ত অঞ্চলের এ ঘটনা জানাজানি হয় বুধবার। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

[৩] নিহত দুই ভাই হলেন- থোয়াইবা অং মারমা (৪০) ও ক্যসুই থোয়াই মারমা (৩০)। তারা রুমা রেমাক্রী প্রাংসা ইউ‌নিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হ্লা‌চিং পাড়ার থোয়াই হ্লা‌চিংয়ের ছেলে।

[৪] নিহতদের ছোট ভাই ক্যমংহ্লা মারমা বলেন, মঙ্গলবার হ্লাচিং পাড়ায় একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পাড়ার দুই ব্যক্তির মধ্যে ঝগড়া ও বাকবিতণ্ডা হলে তার ভাইয়েরা মীমাংসা করার জন্য সেখানে যায়।

“এক পর্যায়ে একজন বয়স্ক ব্যক্তি মাটিতে পড়ে গেলে রটানো হয় যে, আমার দুই ভাই পাড়ার মুরুব্বি গায়ে হাত তুলেছে। এরপর সেখানে উপস্থিত লোকজন তাদের এলোপাতাড়ি মারধর করে এবং পরে একটা পাহাড়ের পাশে তাদের বেঁধে হত্যা করে।”
স্থানীয়দের অভিযোগ, ওই ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ভাই দেশীয় অস্ত্র নিয়ে পাড়ার বাসিন্দাদের ওপর হামলা করেছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ক্যমংহ্লা মারমা।

[৪] বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বুধবার পু‌লিশ গে‌লেও এলাকাটি খুবই দুর্গম হওয়ায় নিহতদের লাশ রুমা সদ‌রে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২ জুলাই) লাশ সদ‌রে আনা সম্ভব হ‌বে ব‌লে জানান তি‌নি। সম্পদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়