ইসমাঈল আযহার: [২] বসনিয়া ও হার্জেগোভিনায় ইসলাম ধর্ম প্রবেশের ৫১০তম বার্ষিকী উপলক্ষে ‘আইওয়াজ দাদেহ’ নামক উৎসবটি বেশ আলোড়নপূর্ণভাবে পালন করেছেন মুসলমানরা। সাফাকনা .কম
[৩] এই অনুষ্ঠানে দেশ দুটির বহু মুসলমান অংশগ্রহণ করেছেন। ইউরোপের এই দেশ দুটির অনেক মুসলমানরা মতে, বেকতাশি তরিকার অনুসারীদের দরবেশ “আইওয়াজ দাদেহ”-এর মাধ্যমে তারা ইসলাম ধর্মে প্রবেশ করে। তাই অনুষ্ঠানটি তার নামে নামকরণ করা হয়েছে।
[৪] এই উৎসবটি ‘প্রসাক’ এলাকায় জামাত সহকারে নামাজ আদায় ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে টানা সাত দিন যাবত অব্যাহত ছিল। এএনবিএ