স্পোর্টস ডেস্ক : [২] ডিআরএস পছন্দ ছিল না ধোনির। স¤প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া এই মন্তব্য করেছেন।
[৩] তিনি বলেন, ধোনি মনে করেন ডিআরএস প্রযুক্তি সঠিক ফল দেয় না। তাই এই প্রযুক্তি ধোনি পছন্দ করেন না। তবে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নাকি এই প্রযুক্তি খুবই পছন্দ করেন। আকাশ চোপড়া বলেন, ডিআরএস পুরোপুরি সঠিক তথ্য দেয় না।
[৪] খুব সুক্ষ্ম বিষয় হলে ডিআরএস আজও মাঠে থাকা আম্পায়ারের উপরই ভরসা রাখে। আকাশ চোপড়া আরো জানান, এই প্রযুক্তির ভক্ত বিরাট কোহলি। সব ধরনের ক্রিকেটেই এই প্রযুক্তি চান কিং কোহলি।
[৫] ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায়, এই ডিআরএস আসার পর থেকেই ভারত এই প্রযুক্তিতে চূড়ান্ত অনীহা দেখিয়ে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুদিন আগে পর্যন্তও তাদের দ্বি- পাক্ষিক সিরজিগুলোতে ডিআরএস ব্যবহার করতো না। তবে এখন বিসিসিআই তাদের মনোভাব পরিবর্তন করেছে। তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও এখন এটি ব্যবহৃত হচ্ছে।