সালেহ্ বিপ্লব : [২] সন্ধ্যা ৭টায় শুরু হবে এক ঘণ্টার অনুষ্ঠান। টিকিটের দাম ২২০ রূপি।
[৩] একটি ইমেইল আইডি থেকে একটি মাত্র টিকেট ক্রয় করা যাবে। একটি ডিভাইস থেকে একজনই ওই টিকেট ব্যবহার করতে পারবেন।
[৪] টিকিট কিনতে হলে লগইন করতে হবে এই ঠিকানায় : https://bit.ly/NachiketaVirtualConcert
[৫] ঠিক সময়ে লগ ইন না করলে লাইভ স্ট্রিমে ঢোকার সুযোগ নাও পাওয়া যেতে পারে।
[৬] নেটওয়ার্কের কারণে অনুষ্ঠানে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।
[৭] অনুষ্ঠানে ভালোভাবে উপভোগের জন্য হেডফোন ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে আগ্রহী দর্শকশ্রোতাদের।
[৮] বাংলা গানের নন্দিত শিল্পী নচিকেতা চক্রবর্তী নিজের ফেসবুকে এ খবর জানিয়েছেন।