শিরোনাম
◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

যশোর প্রতিনিধি : [২] সোমবার গভীর রাতে উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার ৩০ জুন সকালে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। নিহত রিপন হোসেন ওই গ্রামের হরমুজ মোল্লার ছেলে।

[৩] নিহত রিপন হোসেনের স্ত্রী শুকুরণ খাতুন জানান, ভাসুর বিপ্লব হোসেন প্রায় নেশা করে বাড়িতে ঢুকতেন। প্রতিবাদ করলে স্বামী রিপনের সাথে গোলযোগ হতো। এ নিয়ে ভাসুর বিপ্লব কয়েকবার মারপিটও করেছেন তার স্বামী রিপনকে। সোমবার রাত ১২ টার দিকে বিপ্লব টয়লেটে যাওয়ার জন্যে বাইরে বের হয়। এ সময় বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে রিপনের মাথার পিছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ্ আলম রুবেল জানান, রাত ১টার দিকে বিপুলকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান থেকে রক্ত পড়ছিল ও বাম চোখের নিচে রক্ত জমে ছিল।

[৫] বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে। মঙ্গলবার ৩০ জুন সকালে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৬] ওসি আরো বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লবকে সকালে পাশ্ববর্তী জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়