শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

যশোর প্রতিনিধি : [২] সোমবার গভীর রাতে উপজেলার ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার ৩০ জুন সকালে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। নিহত রিপন হোসেন ওই গ্রামের হরমুজ মোল্লার ছেলে।

[৩] নিহত রিপন হোসেনের স্ত্রী শুকুরণ খাতুন জানান, ভাসুর বিপ্লব হোসেন প্রায় নেশা করে বাড়িতে ঢুকতেন। প্রতিবাদ করলে স্বামী রিপনের সাথে গোলযোগ হতো। এ নিয়ে ভাসুর বিপ্লব কয়েকবার মারপিটও করেছেন তার স্বামী রিপনকে। সোমবার রাত ১২ টার দিকে বিপ্লব টয়লেটে যাওয়ার জন্যে বাইরে বের হয়। এ সময় বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে রিপনের মাথার পিছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ্ আলম রুবেল জানান, রাত ১টার দিকে বিপুলকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান থেকে রক্ত পড়ছিল ও বাম চোখের নিচে রক্ত জমে ছিল।

[৫] বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে। মঙ্গলবার ৩০ জুন সকালে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৬] ওসি আরো বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বিপ্লবকে সকালে পাশ্ববর্তী জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়