শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুশীলনে ফিরলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: [২] করোনা পরবর্তী সময়ে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ক্রিকেটারা। ৮ জুলাই থেকে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। এবার অনুশীলনে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। মিলেছে সরকারের অনুমতিও।

[৩] করোনা পরবর্তী সময়ে তিন দলের একটি ম্যাচ দিয়ে পরীক্ষামূলকভাবে মাঠে ক্রিকেটারদের ফেরানোর চিন্তা ভাবনা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে সরকারের আপত্তিতে তা মাঠে ফেরানো হয়নি। এবার সরকারের মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েই ক্রিকেটারদের অনুশীলনে ফেরার অনুমতি দল সিএসএ।

[৪] সোমবার (২৯ জুন) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) ক্রীড়া, কলা ও সংস্কৃতি মন্ত্রী নাথি মেথেথার অনুমোদনের পরে হাই-পারফরম্যান্স প্রশিক্ষণ দলটি সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে অনুশীলনে ফিরেছে।

[৫] সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়রা তাদের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর অধীনে তাদের কোচদের সমন্বয়ে ক্ষুদ্র অনুশীলন দলে বিভক্ত হয়ে অনুশীলন করবে। এই অধিবেশনগুলো সিএসএ’র কোভিড-১৯ স্টিয়ারিং কমিটি দ্বারা নির্ধারিত গাইডলাইন অনুসারে হবে এবং স্বাস্থ্য বিভাগের একটি বাহিনী ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেশন ডিজিজ (এনআইসিডি) দ্বারা অনুমোদিত হবে।’

[৬] সিএসএ’র চিফ মেডিকেল অফিসার শুয়েব মঞ্জরার বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমরা এনআইসিডি'র সাথে জড়িত হয়েছি, যারা আমাদের প্রোটোকল নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের প্রতিরোধ কার্যক্রমে খেলোয়াড়দের নিয়মিত পরীক্ষার পাশাপাশি কর্মীদেরও পরীক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ব্যবস্থা এবং একটি স্যানিটাইজড ইকোসিস্টেম তৈরির বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়