সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জেলার শাহজাদপুর আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) মারা গেছেন।
[৩] রোববার রাত ২টার দিকে রাজধানীর ধানমণ্ডি জেনারেল কিডনি হাসপাতালে তার মৃত্যু হয় বলে দলের জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান।
[৪] ৭১ বছর বয়সী এই বিএনপি নেতা স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
[৫] বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিজয়ী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি অংশ নেন। তিনি মিল্কভিটার চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ