শিরোনাম
◈ বিনিয়োগের নামে প্রতারণা: সোনিয়া বশির কবিরের বিরুদ্ধে ৮০ কোটি টাকার অভিযোগ ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ ◈ আগামী পাঁচ বছ‌রের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও বন্যার মারাত্মক ঝুঁকিতে পড়‌বে দক্ষিণ এশিয়া   ◈ বাংলা‌দে‌শে ওয়াহাবি-সালাফি কারা, এরা আলোচনায় কেন ◈ বিপিএলে খেল‌বে নোয়াখালী  ◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মহামারি মধ্যে ভর্তি পরীক্ষা নেয়ায় সাউথ পয়েন্ট স্কুলকে শোকজ

খালিদ আহমেদ : [২] রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতিকে এ শোকজ নোটিশ দেয়া হয়।

[৩] বোর্ডের স্কুল পরিদর্শক আবুল মনসুর ভূঞা স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, ১৮ মার্চ থেকে কোভিড সংক্রমণরোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের এ দুর্যোগকালে ভর্তি পরীক্ষা নেয়া সরকারের আদেশ অমান্য করার শামিল। তাই কেন আপনার ও আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না- তার ব্যাখ্যা তলব করা হলো।

[৪] সোমবার দুপুর ১২টার মধ্যে স্কুল পরিদর্শকের কাছে শোকজের সুস্পষ্ট জবাব জমা দিতে বলা হয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং সভাপতিকে।

[৫] মহামারির মধ্যেই ইংরেজি মাধ্যমে শিশুদের ভর্তি পরীক্ষা নিয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখা।

[৬] শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয়া হয়।

[৭] অভিভাবকদের ফোন করে বাড়ি থেকে ডেকে এনে ছোট ছেলেমেয়েদের ভর্তি পরীক্ষায় বসানো হয়। তবে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী।

[৮] ঢাকার উত্তরা, বনানী, মিরপুর, মালিবাগ ও বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সব শাখা মিলিয়ে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত এক হাজার ৩০০ শিক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়