শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্টে বাংলাদেশের বেস্ট ইনিংস, তালিকার প্রথমে মুশফিক রহিম

রাহুল রাজ: [২] অনেক দিন মাঠে খেলা নেই। জুলাইয়ের শেষে শ্রীলঙ্কার মাটিতে তিন টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। দ্বীপ রাজ্যে করোনা খুব বেশি ক্ষতি করতে পারেনি। সাদা পোশাকে টিম টাইগারদের লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার সম্ভবনায় অপেক্ষায় বিসিবির সবুজ সংকেত।

[৩] ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ১১২টি টেস্ট ম্যাচ খেলেছে। জয় এসেছে ১৩টিতে। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেরা ১০ টি ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিন্স পরিসংখ্যান আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য। তালিকার প্রথমে রয়েছে মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের সাথে অপরাজিত ২১৯ রানে বাংলাদেশের পক্ষে টেস্টে এখন পর্যন্ত সর্বচ্চো ব্যক্তিগত স্কোর।

[৪] নিউজিল্যান্ডের সাথে ২১৭ রান করে দ্বিতীয় স্থানে আছে সাকিব আল হাসান। পাকিস্তানের সাথে তামিম ইকবালের ২০৬ রানের সেই লড়াকু ইনিংসটি তালিকার তৃতীয়। বাংলাদেশের পাঁচটি ডাবল সেঞ্চুরির তিনটি রহিমের ব্যাট থেকে এসেছে। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানের যথাক্রমে জিম্বাবুয়ে বিপক্ষে অপরাজিত ২০৩ ও শ্রীলঙ্কার সাথে ২০০ রানে মাইলফলক। মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার সাথে ১৯০ রানে সেই ব্যাটিং এখনো অ্যাশ ভক্তদের চোখে উজ্বল হয়ে আছে।

[৫] সমুদ্রপাড়ের ছেলে মমিনুল হক নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে রানের ব্যাটিং বুঝিয়ে দিয়েছিল ছোট মরিচের ঝাল কত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ মুশফিকের সেই ব্যাটিং আছে তালিকার নবম স্থানে। শেষে নম্বরে আছে ভারতের বিপক্ষে আশরাফুলের দূদান্ত অপরাজিত ১৫৮ রান ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়