শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্টে বাংলাদেশের বেস্ট ইনিংস, তালিকার প্রথমে মুশফিক রহিম

রাহুল রাজ: [২] অনেক দিন মাঠে খেলা নেই। জুলাইয়ের শেষে শ্রীলঙ্কার মাটিতে তিন টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি। দ্বীপ রাজ্যে করোনা খুব বেশি ক্ষতি করতে পারেনি। সাদা পোশাকে টিম টাইগারদের লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার সম্ভবনায় অপেক্ষায় বিসিবির সবুজ সংকেত।

[৩] ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ১১২টি টেস্ট ম্যাচ খেলেছে। জয় এসেছে ১৩টিতে। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেরা ১০ টি ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিন্স পরিসংখ্যান আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য। তালিকার প্রথমে রয়েছে মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের সাথে অপরাজিত ২১৯ রানে বাংলাদেশের পক্ষে টেস্টে এখন পর্যন্ত সর্বচ্চো ব্যক্তিগত স্কোর।

[৪] নিউজিল্যান্ডের সাথে ২১৭ রান করে দ্বিতীয় স্থানে আছে সাকিব আল হাসান। পাকিস্তানের সাথে তামিম ইকবালের ২০৬ রানের সেই লড়াকু ইনিংসটি তালিকার তৃতীয়। বাংলাদেশের পাঁচটি ডাবল সেঞ্চুরির তিনটি রহিমের ব্যাট থেকে এসেছে। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানের যথাক্রমে জিম্বাবুয়ে বিপক্ষে অপরাজিত ২০৩ ও শ্রীলঙ্কার সাথে ২০০ রানে মাইলফলক। মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার সাথে ১৯০ রানে সেই ব্যাটিং এখনো অ্যাশ ভক্তদের চোখে উজ্বল হয়ে আছে।

[৫] সমুদ্রপাড়ের ছেলে মমিনুল হক নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে রানের ব্যাটিং বুঝিয়ে দিয়েছিল ছোট মরিচের ঝাল কত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ মুশফিকের সেই ব্যাটিং আছে তালিকার নবম স্থানে। শেষে নম্বরে আছে ভারতের বিপক্ষে আশরাফুলের দূদান্ত অপরাজিত ১৫৮ রান ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়