শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের মতো চুক্তি করে সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের অবৈধ অর্থ ফেরত আনা সম্ভব

ইসমাঈল আযহার: [২] এমন মন্তব্য করে দেশের অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোয় বাংলাদেশিদের রাখা ৫ হাজার ৪২৭ কোটি টাকা ফেরত আনতে সরকারের জোরালো পদক্ষেপ দাবি করেছেন।

[৩] তাঁরা বলছেন, ভারতের মতো চুক্তি করে সুইস ব্যাংকের টাকা ফেরত আনা সম্ভব। তবে তার জন্য রাজনৈতিক সদিচ্ছা লাগবে। একই সঙ্গে অর্থ পাচারকারীদের ওপর সামাজিক ও প্রশাসনিক চাপ তৈরির পাশাপাশি অর্থপাচারের ফাঁকফোকর বন্ধ করতে হবে।

[৪] বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এখন আর সুইস ব্যাংক আগের মতো গোপনীয়তা রক্ষা করে না। তাই (বাংলাদেশিদের জমা অর্থ যে কিছুটা কমেছে) এই ছোট পরিবর্তন বড় কোনো কিছু ইঙ্গিত করে না। তবে টাকা অন্য কোথাও যাচ্ছে কি না তা খুঁজতে হবে। সরকার চাইলেই সেটা করতে পারে।’

[৫] বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘ভারত সরকার চেষ্টা করে কিছু টাকা এনেছে। আমাদের কোনো সরকারই এভাবে চেষ্টা করেনি। আমি মনে করি, যখন যারা ক্ষমতায় থাকে অর্থ পাচারকারীরা তাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকে। সরকারের উচিত হবে, ভারতের আদলে চুক্তি করে সুইস ব্যাংকে কারা টাকা রাখছে তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা।’ উৎস, কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়