শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যেখানে বিদ্যুৎ বিল হওয়ার কথা ১ হাজার থেকে ১১-১২শ’ টাকা। সেখানে ২০ হাজার ২৫ হাজার টাকা বিল আসছে। তারা গায়ের জোরে বছরে কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে।
[৩] রিজভী বলেন, ৫ হাজার কয়েক’শ কোটি টাকা সুইস ব্যাংকে জমা আছে। এই টাকা কার? এই টাকা মন্ত্রীদের, আমলাদের, ক্ষমতাসীন দলের লোকদের। জনগণের এই টাকা আত্মসাত করে সুইস ব্যাংক ফুলে-ফেঁপে একেবারে বিশাল মহিরুহে পরিণত করেছে।
[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্রাটের মতো দেশ শাসন করছেন উল্লেখ করে রিজভী বলেন, কোনো এক দেশের সম্রাট বলেছিলেন, আই অ্যাম ‘ল, আমিই হলাম আইন। আমি যেটা বলব, সেটাই মানতে হবে। কেউ কিছু বললে লাল ঘরে পাঠিয়ে দেবো, বেশি কথা বলো না।
[৫] শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘ফিউচার অব বাংলাদেশ’ এর উদ্যোগে বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন (সংশোধন) বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব