শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক : সাভারে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আশুলিয়া থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাজা মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তার রাজা মোল্লা ঘটনার দায় স্বীকার করেছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজা মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, তার স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। দৈনিক আমাদের সময়

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, ওই নারী তার প্রথম স্বামী মারা যাওয়ার পর ৫ বছর বয়সী কন্যা সন্তান নিয়ে ২০১৩ সালে রাজা মোল্লাকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর রাজা মোল্লা তার প্রথম ঘরের কন্যাকে নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

সর্বশেষ গত ১৫ মে রাতে ওই নারী তার প্রথম ঘরের কন্যাসহ রাজা মোল্লাকে নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ওই নারী শৌচাগারে যাওয়ার জন্য রুম থেকে বের হলে রাজা মোল্লা তার সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় মেয়ের চিৎকারে তার রুমে গিয়ে মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন মা। পরে রাজা মোল্লা তাকে ও তার মেয়েকে ভয়-ভীতি দেখালে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাজা মোল্লাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়