মহসীন কবির : [২] দেশের বিভিন্ন জায়গায় কোভিড উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন সাধারণ মানুষ। বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, বগুড়ায় ও কুড়িগ্রামে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কালেরকন্ঠ, বাংলা ও জগোনিউজ
বরিশাল : গতকাল শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার পর থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের উজিরপুর উপজেলার রত্নপুর এলাকার ইউনুস হাওলাদার (৫০)। এর আগে রাত সাড়ে ৯টার দিকে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি।
এর আগে গত রাত সোয়া ৯টার দিকে মারা যান বরিশাল নগরের রূপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫)। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এছাড়া শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের নূর মিয়ার ছেলে খাইরুল বাশার (৪৫) মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গ নিয়ে তিনি শেবাচিমে ভর্তি হন ২৩ জুন সন্ধ্যা পৌনে ৬টার দিকে।
অপরদিকে ২৩ জুন দুপুর ২টা ১০ মিনিটে বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুর এলাকার আ. রশিদ (৮০) করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৬টা ১০ মিনিটে মারা যান তিনি। এদিকে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ভাটিখানা এলাকার নিবাসী শাহনেওয়াজ (৬৩) মৃত্যুবরণ করেন। করোনার উপসর্গ নিয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন দুপুর ১টার দিকে। চলমান করোনা পরিস্থিতিতে শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৬ জন।
চট্টগ্রামে: [৩] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯০টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬২৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬৫ জন। শনিবার (২৭ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ২৪ জনের। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৬২ জনের।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এই ল্যাবে পজেটিভ শনাক্ত হয় ২১ জনের। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৪৩ জনের
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৭ জনের। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষা করে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে এদিন চট্টগ্রামের বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবের রিপোর্ট পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহানগরে ৮২ জন এবং উপজেলায় ৭৭ জন।
দিনাজপুর: [৪] দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কসবা সাগরপুর গ্রামে নিজ বাসায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, শরীরে জ্বর নিয়ে মঙ্গলবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন ওই বৃদ্ধ। তবে চিকিৎসা না নিয়েই তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মারা যান তিনি।
বগুড়া : [৫] বগুড়ার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়। সাইদুজ্জামান তারা বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’ এর নির্বাহী সম্পাদক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সেক্টর কমান্ডারস ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কুড়িগ্রাম: [৬] কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করোনা টেস্টের ফলাফল আসার আগেই ঢাকাফেরত সাহিমা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। এর আগে বিকেলে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয় সাহিমা বেগমের।
রাজশাহী : [৭] কোভিড উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পৌঁছার আগেই পারভেজ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ নগরীর সাগরপাড়া বটতলা এলাকার বাসিন্দা। নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেটে তার কসমেটিকসের দোকান আছে।
স্বজনদের ভাষ্য, গত ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন পারভেজ। কিন্তু তার করোনার পরীক্ষা করা হয়নি।শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।