লিহান লিমা: [২] কোভিড-১৯ পরিস্থিতি ও লকডাউনের কারণে পূূর্বে দুই বার বিয়ে পিছিয়ে দেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। সিএনএন
[৩] ফেসবুকে নিজের প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন লিখেছেন, আমি এই সেরা মানুষটিকে বিয়ে করার জন্য অধীর আগ্রয়ে অপেক্ষা করছি। কিন্তু এটা কিছুতেই সহজে হচ্ছে না। এবার একটা বড় মিটিং চলে এল সামনে। জুলাই মাসের ঠিক যে শনিবারটিতে আমাদের বিয়ের তারিখ ছিল, ওইদিনই ব্রাসেলসে একটি জরুরি মিটিং হবে। দেশের জন্য আমায় সে মিটিংয়ে যেতে হবে। তাই আমি আবার পরিকল্পনা বদল করলাম।’
[৪] আগামী ১৭-১৮ জুলাই ইউরোপিয় কাউন্সিলের ওই মিটিং অনুষ্ঠিত হবে। ২৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধান নিয়ে এই মিটিং হবে ব্রাসেলসে। সম্পাদনা: ইকবাল খান