শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন আরও বেশি দায়িত্বশীল হতে হবে : আকবর আলী

রাহুল রাজ : [২] বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী মনে করেন, এখন তাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরবর্তী দশকে কর্তৃত্ব করবে এমন ২০ জন ক্রিকেটারদের একজন নির্বাচিত হওয়া পর এমন মন্তব্য করেছেন তিনি।

[৩] ক্রিকেট বিশ্বের ১৫ জন কোচ, স্কাউট, বিশ্লেষক, খেলোয়াড় ও পর্যবেক্ষকের সঙ্গে কথা বলে ইএসপিএনক্রিকইনফো তাদের মাসিক ম্যাগাজিনে এ তালিকা তৈরি করেছে। ২০ জনের মধ্যে স্থান পেয়েছে আকবর আলীর নামও।

[৪] ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালে উকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলীর স্নায়ু ক্ষয়ী অপরাজিত ৪৩ রানে ভর করে বাংলাদেশ ৩ উইকেটে জয় তুলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

[৫]আকবর বলেন, ‘নির্বাচক প্যানেলে যারা রয়েছেন তাদের সবাই ক্রিকেট ও অন্যান্য বিভাগের কিংবদন্তী। সুতরাং যেহেতু তারা আমাকে ২০ জনের তালিকায় নির্বাচিত করেছেন, সেহেতু এর গুরুত্ব বিশাল। এটি আমাকে দারুণভাবে অনুপ্রাণীত করছে। এখন আমাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এটি আমার জন্য গৌরবের। আমাকে প্রমাণ করতে হবে এই নির্বাচনটি সঠিক ছিল।’

[৬]ক্রিকেটার অব দ্য ২০২০ শতকের তালিকায় স্থান পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন- ভারতীয় ব্যাটসম্যান সুমবান গিল, ইংল্যান্ডের ব্যাটসম্যান টম বেনটন, আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নুর আহমেদ, পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ, অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান জস ফিলিপ, নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবিন্দ্র, ভারতীয় ফাস্ট বোলার কার্তিক ত্যাগি, ইংল্যান্ডের ব্যাটসম্যান ওলি পপ, আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান।

[৭]বিশ্বকাপ জয়ের পর বিসিবি অনুর্ধ্ব-২১ দল গঠন করেছে। যেখানে অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বকাপ জয়ী দলের সব ক্রিকেটার। তাদের বিশেষ একটি ক্যাম্পে অনুশীলন করানোর কথা ছিল। যাতে পরবর্তী জাতীয় দল গঠনে সহায়ক হয়। তবে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় অনুশীলনের পরিবর্তে আকবর বাহিনীরা এখন গৃহবন্দি।

[৮]এ বিষয়ে আকবর জানান, ‘গত তিনমাস ধরে আমরা অনুশীলনের বাইরে। শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগের একটি রাউন্ডে আমরা খেলার সুযোগ পেয়েছি। খেলায় ফিরে আসার জন্য আমরা মুখিয়ে আছি। তবে পরিস্থিতি ভালো নয়। আশা করি পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে এবং আমরা ক্রিকেট খেলার সুযোগ পাব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়