শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মহাসংকটে প্রাথমিক শিক্ষা, ঝুঁকি বাড়ছে শিক্ষকদের

রায়হান রাজীব : [২] করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টালমাটাল পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা। এখন পর্যন্ত প্রাথমিকের ৩১৮ জন শিক্ষক-শিক্ষার্থী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ শিক্ষক ও একজন কর্মকর্তা।

[৩] প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইট বলছে, এখন পর্যন্ত ৪৮ জন শিক্ষক সুস্থ হয়ে উঠেছেন। তবে প্রতিদিনই ১৫ থেকে ২০ জন নতুন করে আক্রান্ত হচ্ছেন। ডিপিইর তথ্য মতে, এ পর্যন্ত প্রাথমিকের ২৭ শিক্ষক, ৩৬ কর্মকর্তা, ২২ কর্মচারী ও ১৩ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন অনেকে।

[৪] সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন মাসুদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষকদের কোনো খোঁজ নিচ্ছেন না। সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তাদেরকে সরকারিভাবে সহায়তা না করা হলে আরও অনেক শিক্ষক আক্রান্ত হবেন। মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। যা পরবর্তীতে প্রাথমিক শিক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বেতন হচ্ছে নিয়মিত তবে বেতন দিয়ে আমাদের সংসার চলে না। এজন্য সবসময়ই চাকরির পাশাপাশি কিছু একটা করতে হত আমাদেরকে। লক ডাউনের কারণে সেটি বন্ধ। যে কারণে করোনা আক্রান্ত অনেক শিক্ষক ও কর্মকর্তা নিজেদের চিকিৎসা করাতে পারছেন না। সরকারের কাছে অনুরোধ এমন পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সেদিকে নজর দিন।

[৬] ডিপিই’র মহাপরিচালক ফসিউল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সবার খোঁজ নেওয়া হচ্ছে। কেউ আক্রান্ত হলে তার তথ্য সংগ্রহ করে আমরা প্রকাশ করছি। প্রাথমিক পরিবারের সবার চিকিৎসা নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। সবার চিকিৎসা নিশ্চিত করতে ও সহায়তা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়