শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে দেশে ১৩ শতাংশ মানুষ কাজ হারিয়েছে : বিআইডিএস

রাশিদ রিয়াজ : [২] ‘কোপিং উইথ কোভিড-১৯ এন্ড ইনডিভিউজুয়াল রেসপন্সেস: ফাইন্ডিংস ফ্রম ও লার্জ অনলাইন সার্ভে’তে বিভাগীয় ও জেলা পর্যায়ের ৩০ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। গত ৫ থেকে ২৯ মে পর্যন্ত পরিচালিত এ জরিপে দেখা গেছে নিম্ন আয়ের মানুষ কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ছাড়াও মানুষের আয় ও খরচ দুই কমেছে।

[৩] ১৯.২৩ শতাংশ মানুষ বলছে তারা তাদের আয়ের ৭৫ শতাংশ হারিয়েছেন এবং তা ৫ হাজার টাকার কম। ২৩.৩১ শতাংশ মানুষ বলছে তাদের আয় কমেছে ৫০ শতাংশ এবং তা ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

[৪] গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তারা গত বছরের চেয়ে এবছর আয় হারিয়েছেন ৬৭ শতাংশ। দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের গড় আয় হ্রাস হয়েছে ৬৬ শতাংশ।

[৫] গত ২৬ এপ্রিল থেকে ১০ মে বিআইডিএস ৩৭৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ৩৬০ জন কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

[৬] ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৭৬ শতাংশ পণ্য অবিক্রিত রয়ে গেছে এবং এসব পণ্যের গড় মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।

[৭] ১৬ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের আর্থিক কর্মকাণ্ড এখনো অব্যাহত রাখতে পেরেছেন। হস্তশিল্পের ক্ষেত্রে এটি ৩৮.২৪ ও গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে ১১.২৪ শতাংশ ব্যবসা চালু রাখতে পেরেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়