শিরোনাম
◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে দেশে ১৩ শতাংশ মানুষ কাজ হারিয়েছে : বিআইডিএস

রাশিদ রিয়াজ : [২] ‘কোপিং উইথ কোভিড-১৯ এন্ড ইনডিভিউজুয়াল রেসপন্সেস: ফাইন্ডিংস ফ্রম ও লার্জ অনলাইন সার্ভে’তে বিভাগীয় ও জেলা পর্যায়ের ৩০ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। গত ৫ থেকে ২৯ মে পর্যন্ত পরিচালিত এ জরিপে দেখা গেছে নিম্ন আয়ের মানুষ কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ছাড়াও মানুষের আয় ও খরচ দুই কমেছে।

[৩] ১৯.২৩ শতাংশ মানুষ বলছে তারা তাদের আয়ের ৭৫ শতাংশ হারিয়েছেন এবং তা ৫ হাজার টাকার কম। ২৩.৩১ শতাংশ মানুষ বলছে তাদের আয় কমেছে ৫০ শতাংশ এবং তা ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

[৪] গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তারা গত বছরের চেয়ে এবছর আয় হারিয়েছেন ৬৭ শতাংশ। দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের গড় আয় হ্রাস হয়েছে ৬৬ শতাংশ।

[৫] গত ২৬ এপ্রিল থেকে ১০ মে বিআইডিএস ৩৭৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ৩৬০ জন কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

[৬] ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৭৬ শতাংশ পণ্য অবিক্রিত রয়ে গেছে এবং এসব পণ্যের গড় মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।

[৭] ১৬ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের আর্থিক কর্মকাণ্ড এখনো অব্যাহত রাখতে পেরেছেন। হস্তশিল্পের ক্ষেত্রে এটি ৩৮.২৪ ও গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে ১১.২৪ শতাংশ ব্যবসা চালু রাখতে পেরেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়