শিরোনাম
◈ ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায়

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে দেশে ১৩ শতাংশ মানুষ কাজ হারিয়েছে : বিআইডিএস

রাশিদ রিয়াজ : [২] ‘কোপিং উইথ কোভিড-১৯ এন্ড ইনডিভিউজুয়াল রেসপন্সেস: ফাইন্ডিংস ফ্রম ও লার্জ অনলাইন সার্ভে’তে বিভাগীয় ও জেলা পর্যায়ের ৩০ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। গত ৫ থেকে ২৯ মে পর্যন্ত পরিচালিত এ জরিপে দেখা গেছে নিম্ন আয়ের মানুষ কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ছাড়াও মানুষের আয় ও খরচ দুই কমেছে।

[৩] ১৯.২৩ শতাংশ মানুষ বলছে তারা তাদের আয়ের ৭৫ শতাংশ হারিয়েছেন এবং তা ৫ হাজার টাকার কম। ২৩.৩১ শতাংশ মানুষ বলছে তাদের আয় কমেছে ৫০ শতাংশ এবং তা ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

[৪] গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তারা গত বছরের চেয়ে এবছর আয় হারিয়েছেন ৬৭ শতাংশ। দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের গড় আয় হ্রাস হয়েছে ৬৬ শতাংশ।

[৫] গত ২৬ এপ্রিল থেকে ১০ মে বিআইডিএস ৩৭৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ৩৬০ জন কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

[৬] ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ৭৬ শতাংশ পণ্য অবিক্রিত রয়ে গেছে এবং এসব পণ্যের গড় মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।

[৭] ১৬ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের আর্থিক কর্মকাণ্ড এখনো অব্যাহত রাখতে পেরেছেন। হস্তশিল্পের ক্ষেত্রে এটি ৩৮.২৪ ও গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে ১১.২৪ শতাংশ ব্যবসা চালু রাখতে পেরেছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়