শিরোনাম
◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা ◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরকালের নিরাপত্তা ও ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া

ইসমাঈল আযহার: [২] আমাদের যাপিত জীবন পাপমুক্ত হলে সকাল-সন্ধ্যার ছোট ছোট আমল ও দোয়া আমাদের ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। কোরআনুল কারিম বলছে, আর স্মরণ করতে থাক নিজের প্রভুকে আপন মনে, ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকালে ও সন্ধ্যায় । আর গাফেল তথা বে- খবর থেকো না। (সুরা আরাফ)

[৩] পরকালের নিরাপত্তার জন্য নিয়মিত সাইয়িদুল ইসস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। নবী সা. বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতে যাবে। (বুখারি ও মিশকাত শরিফ)

[৪] দোয়াটির উচ্চারণ, আল্লাহুম্মা আনতা রববী, ইলা-হা ইল্লা আনতা খালাকতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা 'আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বা'তু, আউযুবিকা মিন শাররি মা ছানাতু। আবুউ লাকা বিনিমাতিকা “আলাইয়া ওয়া আবুউ বিষার্থী ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

[৫] অর্থ: হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা । তুমি ব্যতীত কোনও উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার গোলাম (দাস)। আমি আমার সাধ্যমত তোমার কাছে করা অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার ওপরে তোমার দেয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।

[৬] জীবনের নিরাপত্তার জন্য হঠাৎ কোন বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিন বার এই দোয়া পড়বে বস্তু তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তায়ালা আমাদেও সবাই উপরোক্ত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়