শিরোনাম
◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরকালের নিরাপত্তা ও ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া

ইসমাঈল আযহার: [২] আমাদের যাপিত জীবন পাপমুক্ত হলে সকাল-সন্ধ্যার ছোট ছোট আমল ও দোয়া আমাদের ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। কোরআনুল কারিম বলছে, আর স্মরণ করতে থাক নিজের প্রভুকে আপন মনে, ক্রন্দনরত ও ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম, সকালে ও সন্ধ্যায় । আর গাফেল তথা বে- খবর থেকো না। (সুরা আরাফ)

[৩] পরকালের নিরাপত্তার জন্য নিয়মিত সাইয়িদুল ইসস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। নবী সা. বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতে যাবে। (বুখারি ও মিশকাত শরিফ)

[৪] দোয়াটির উচ্চারণ, আল্লাহুম্মা আনতা রববী, ইলা-হা ইল্লা আনতা খালাকতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা 'আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বা'তু, আউযুবিকা মিন শাররি মা ছানাতু। আবুউ লাকা বিনিমাতিকা “আলাইয়া ওয়া আবুউ বিষার্থী ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

[৫] অর্থ: হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা । তুমি ব্যতীত কোনও উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার গোলাম (দাস)। আমি আমার সাধ্যমত তোমার কাছে করা অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার ওপরে তোমার দেয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।

[৬] জীবনের নিরাপত্তার জন্য হঠাৎ কোন বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিন বার এই দোয়া পড়বে বস্তু তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তায়ালা আমাদেও সবাই উপরোক্ত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়