শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হত্যার হুমকি দেয়ায় বিএমএ’র নেতা ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছেন। অভিযোগে ফয়সাল ইকবালকে গ্রেফতারের আরজি জানানো হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) রাতে নুরুল আজিম রনি নগরীর পাঁচলাইশ থানায় অভিযোগ জমা দেন।

[৩] পাঁচলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, একটা অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

[৪] এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণের আগে পুলিশ সদর দফতরের অনুমতি নেওয়ার নির্দেশনা আছে। ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী এ সংক্রান্ত জিডিও আদালতের অনুমতি নিয়ে তদন্ত করতে হয়।

[৫] করোনায় আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে গড়ে তোলা একটি আইসোলেশন সেন্টারের পরিচালক মো. সাজ্জাত হোসেনের সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় রনি’র লাশ ফেলার হুমকি দিয়েছেন মর্মে সোমবার চট্টগ্রামের কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশিত হয়।

[৬] এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশ থেকে ফয়সাল ইকবালকে গ্রেফতারের দাবি জানানো হয়।

[৭] ‘হুমকি পাওয়া’ নুরুল আজিম রনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সমালোচনায় সবসময় সরব রনি।

[৮] আর ফয়সাল ইকবাল চৌধুরী বিএমএ’র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক। তিনি নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। চট্টগ্রামের রাজনীতিতে তিনি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

[৯] এদিকে ফয়সাল ইকবাল চৌধুরী মোবাইলে কথোপকথনের রেকর্ডটি এডিট করা এবং কণ্ঠস্বর তার নয় বলে দাবি করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়