শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : [২]মঙ্গলবার রাতে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।

[৩] মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ইমান আলী (৫২) ও কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে দাউদ আলী (৫০)।

[৪] মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা.রফিকুল ইসলাম জানান, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গত সোমবার (২২ জুন) মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ইমান আলী।

[৫] সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান। এছাড়া, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার (১৮ জুন) মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের রুস্তুম আলী। তিনিও মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৬] ডা. রফিকুল ইসলাম আরো জানান, যেদিন তারা ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের দু জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখনও তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

[৭] এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ১০৬জনের করোনা শনাক্ত হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়