শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি, আটক ২

সুজন কৈরী : [২] পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এরশাদ গ্রপের কার্যালয়ে ৫০ লাখ টাকা চাঁদা নিতে যাওয়ার অভিযোগে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রপের অফিস থেকে তাদের আটক করে কলাবাগান থানা পুলিশ। আটকরা হলেন- মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

[৩] কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, আটকদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরশাদ গ্রুপ থেকে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

[৪] এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী সাংবাদিকদের বলেন, আমরা পদ্মাসেতুতে দীর্ঘদিন ধরে পাথর দিয়ে আসছি। বর্তমানে পদ্মাসেতুর রেল প্রকল্পের কাজ পেয়েছি। রেলের জন্য আমরা দুবাই থেকে আমদানী করে পাথর এনেছি। গত ২ জুন কুতুবদিয়ায় বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকায় পাথার নেয়া হচ্ছে। তবে ২১টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরিয়তপুর জাজিরা পয়েন্টে নদীতে প্রায় ২১ দিন ধরে ভাসমান অবস্থায় আছে। আমাদের পাথর নামাতে দিচ্ছে না। এর পেছনে ওই প্রকল্পের একজন ইঞ্জিনিয়ার রয়েছেন। পাথর নামাতে গেলে তিনি লোকজন পাঠিয়ে বাধা দিচ্ছেন। তারা বলছে, নামাতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় ৯ জুন থানায় জিডিও করা হয়েছে। এরপরও ফোনে চাঁদা দাবি করায় আমি বলি অফিসে আসেন টাকা দিবো। মঙ্গলবার সকালে শর্টগানসহ ৮ থেকে ১০ জন লোক ৮৯ বীর উত্তম সোনারগাঁও রোডের নাসির সেন্টারের তৃতীয় তলায় আমাদের অফিসে আসে। এসময় আমি অফিসে ছিলাম না। তারা অফিসে এসে আমাকে না পেয়ে অস্ত্র বের করে অফিসের লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন করে। অফিসের একজন কলাবাগান থানায় খবর দিলে পুলিশ গিয়ে অস্ত্রসহ হাতে নাতে মাকসুদ ও তালেব নামের দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

[৫] তিনি বলেন, মাকসুদ ৬ থেকে ৭ মাস আগেও চাঁদা দাবি করেছেন। তখন তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়