শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি, আটক ২

সুজন কৈরী : [২] পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এরশাদ গ্রপের কার্যালয়ে ৫০ লাখ টাকা চাঁদা নিতে যাওয়ার অভিযোগে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রপের অফিস থেকে তাদের আটক করে কলাবাগান থানা পুলিশ। আটকরা হলেন- মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

[৩] কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, আটকদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরশাদ গ্রুপ থেকে অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

[৪] এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী সাংবাদিকদের বলেন, আমরা পদ্মাসেতুতে দীর্ঘদিন ধরে পাথর দিয়ে আসছি। বর্তমানে পদ্মাসেতুর রেল প্রকল্পের কাজ পেয়েছি। রেলের জন্য আমরা দুবাই থেকে আমদানী করে পাথর এনেছি। গত ২ জুন কুতুবদিয়ায় বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকায় পাথার নেয়া হচ্ছে। তবে ২১টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরিয়তপুর জাজিরা পয়েন্টে নদীতে প্রায় ২১ দিন ধরে ভাসমান অবস্থায় আছে। আমাদের পাথর নামাতে দিচ্ছে না। এর পেছনে ওই প্রকল্পের একজন ইঞ্জিনিয়ার রয়েছেন। পাথর নামাতে গেলে তিনি লোকজন পাঠিয়ে বাধা দিচ্ছেন। তারা বলছে, নামাতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় ৯ জুন থানায় জিডিও করা হয়েছে। এরপরও ফোনে চাঁদা দাবি করায় আমি বলি অফিসে আসেন টাকা দিবো। মঙ্গলবার সকালে শর্টগানসহ ৮ থেকে ১০ জন লোক ৮৯ বীর উত্তম সোনারগাঁও রোডের নাসির সেন্টারের তৃতীয় তলায় আমাদের অফিসে আসে। এসময় আমি অফিসে ছিলাম না। তারা অফিসে এসে আমাকে না পেয়ে অস্ত্র বের করে অফিসের লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন করে। অফিসের একজন কলাবাগান থানায় খবর দিলে পুলিশ গিয়ে অস্ত্রসহ হাতে নাতে মাকসুদ ও তালেব নামের দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

[৫] তিনি বলেন, মাকসুদ ৬ থেকে ৭ মাস আগেও চাঁদা দাবি করেছেন। তখন তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়