শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে এবার কেউ হজে যেতে পারবেন না

লাইজুল ইসলাম : [২] শেষ পর্যন্ত সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার বাইরের দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। যারা সেখানে অবস্থান করছেন তাদের মধ্য থেকে কিছু লোক হজ করতে পারবেন। এমন অবস্থায় বাংলাদেশ থেকে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন তারা এবছর হজে যেতে পারছেন না।

[৩] প্রতি বছর লাখের ওপরে বাংলাদেশ থেকে হজ পালনে সৌদিআরব যান। তবে এবার পরিবেশ পরিস্থিতি ভিন্ন। কোভিড-১৯ এর প্রভাবে বহুদিন ধরে বন্ধ আছে ওমরা হজ। গেলো কিছুদিন ধরে হজের বিষয়ে কথা হচ্ছিল। সৌদি সরকারও হজ পালনের বিষয়ে নিজস্ব আলোচনা চালিয়ে যাচ্ছি।

[৪] হজ এজেন্সির ম্যানেজার রবিউল ইসলাম সূর্য বলেন, এ বছর হজ না হওয়াতে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পরেছি। ওমরা হজও অনেক দিন ধরে বন্ধ। এখন এত বড় মহামারির মধ্যে এমন অবস্থা হতেই পারে। আমরা হাজিদের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যারা ফেরত চাইবে তাদের ফেরত দিবো। যারা আগামী বছরের জন্য রেখে দিতে চাইবে তাদেরটা রেখে দিবো।

[৫] হজ এজেন্সির এজেন্ট সিহাব বলেন, আল্লাহ তাআলা চাইলে বেঁচে থাকবো। বহু বার বহু মানুষকে খেদমত করার সুযোগ পাবো। হজে নিয়ে যেতে পারবো। কিন্তু এই মহামারির মধ্যে মানুষের বেঁচে থাকাই জরুরী। তাই এই সিদ্ধান্তে আমাদের সহমত আছে। কিন্তু আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। ইতমধ্যে যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের ফেরত দিতে হবে।

[৬] এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার নিশ্চয়তা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাভাইরাসের সংক্রমণে সেটি বন্ধ হয়ে গেলো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়