শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে এবার কেউ হজে যেতে পারবেন না

লাইজুল ইসলাম : [২] শেষ পর্যন্ত সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার বাইরের দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। যারা সেখানে অবস্থান করছেন তাদের মধ্য থেকে কিছু লোক হজ করতে পারবেন। এমন অবস্থায় বাংলাদেশ থেকে যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন তারা এবছর হজে যেতে পারছেন না।

[৩] প্রতি বছর লাখের ওপরে বাংলাদেশ থেকে হজ পালনে সৌদিআরব যান। তবে এবার পরিবেশ পরিস্থিতি ভিন্ন। কোভিড-১৯ এর প্রভাবে বহুদিন ধরে বন্ধ আছে ওমরা হজ। গেলো কিছুদিন ধরে হজের বিষয়ে কথা হচ্ছিল। সৌদি সরকারও হজ পালনের বিষয়ে নিজস্ব আলোচনা চালিয়ে যাচ্ছি।

[৪] হজ এজেন্সির ম্যানেজার রবিউল ইসলাম সূর্য বলেন, এ বছর হজ না হওয়াতে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পরেছি। ওমরা হজও অনেক দিন ধরে বন্ধ। এখন এত বড় মহামারির মধ্যে এমন অবস্থা হতেই পারে। আমরা হাজিদের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যারা ফেরত চাইবে তাদের ফেরত দিবো। যারা আগামী বছরের জন্য রেখে দিতে চাইবে তাদেরটা রেখে দিবো।

[৫] হজ এজেন্সির এজেন্ট সিহাব বলেন, আল্লাহ তাআলা চাইলে বেঁচে থাকবো। বহু বার বহু মানুষকে খেদমত করার সুযোগ পাবো। হজে নিয়ে যেতে পারবো। কিন্তু এই মহামারির মধ্যে মানুষের বেঁচে থাকাই জরুরী। তাই এই সিদ্ধান্তে আমাদের সহমত আছে। কিন্তু আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। ইতমধ্যে যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের ফেরত দিতে হবে।

[৬] এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার নিশ্চয়তা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাভাইরাসের সংক্রমণে সেটি বন্ধ হয়ে গেলো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়