ভূঁইয়া আশিক : সিনিয়র দুই সাংবাদিক কুদ্দুস আফ্রাদ ও অঞ্জন রায় আনন্দবাজার পত্রিকার 'খয়রাতি' কাণ্ডের দায় নেননি। দুজনেই বলেছেন, প্রকাশিত বিতর্কিত রিপোর্ট তাদের লেখা নয়। এ বিষয়ে আনন্দবাজারের বক্তব্য কী? অসভ্যতাটা কি তাহলে ওই পত্রিকাটিই করলো? নিজেরা লিখে ঢাকা প্রতিনিধিদের উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা?