শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার-৩

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

[৩] জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় ক-সার্কেল (হাটহাজারী) ২১ জুন ১শ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজা সহ ২ জন।

[৪] এছাড়া হাটহাজারী পৌর এলাকার নিজ বসতঘর হতে হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর ভোলা হাজীর বাড়ী খেরুপাড়া ২নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ রফিক ও হোসনে আরা বেগমের ছেলে দুই সহোদর মো.আরমান প্রকাশ শামীম(২৮) ও মো. সুমন(৩০) কে গ্রেফতার করেন।

[৫] তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রয় করে আসছে।

[৬] অপরদিকে খ-সার্কেল (পটিয়া)গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে কক্সবাজার থেকে গাজীপুর পাচারকালে পটিয়া মোজাফরাবাদ কলেজের সামনে মহাসড়ক সংলগ্ন পশ্চিম পাশ থেকে টাঙ্গাইল জেলার গাজীপুর সদর, নাগরপুর দুয়াজানী এলাকার মৃত শামসুল হক ও বেইলা বেগমের ছেলে মো.শাহীনুর রহমান (৩৭) কে আটক করা হয়।

[৭] এসময় তার কাছ থেকে ১ হাজার ২শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে গাজীপুর চৌরাস্তা এলাকায় ইয়াবা বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়