শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাশ্চাত্যের ক্রয়াদেশ কমে যাওয়ায় ছাঁটাইয়ের মুখে পোশাক শ্রমিক

শরীফ শাওন : [২] বিজিএমইএ বলছে, ফ্যাশন ব্র্যান্ডগুলো সরবরাহকারীদের কাছে ইতোমধ্যেই তাদের দেওয়া প্রায় তিন বিলিয়ন ডলারের অর্ডার প্রত্যাহার করেছে। সংগঠনের সভাপতি রুবানা হক বলেন, গত মাসে ২৫ হাজারেরও বেশি শ্রমিক চাকরি হারিয়েছে। তার আশঙ্কা, বিদেশিদের অর্ডার না পেলে আগামী ছয় মাসে বেকার শ্রমিকের সংখ্যা পাঁচ লাখে পৌঁছাতে পারে।

[৪] এদিকে, ব্রিটিশ ব্রান্ডগুলোর মধ্যে এইচঅ্যান্ডএম জানায়, ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জায়ান্ট গ্যাপ দাবি করে, বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করেছি। মাতালান জানায়, ইতোমধ্যেই ট্রানজিটে থাকা অর্ডারগুলোর প্রতি সম্মান জানাচ্ছি।

[৫] ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের অনলাইন ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কারখানা চালু হলেও অর্ডারের পরিমাণ ৮০ শতাংশ কম। ব্রিটিশ খুচরা ব্র্যান্ডগুলো তাদের সব অর্ডারের জন্য বিদেশি সরবরাহকারীদের পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেয়নি। এর মধ্যে রয়েছে, আর্কাডিয়া, প্রাইমার্ক ও এডিনবার্গ উলেন মিল।

[৬] ক্যাম্পেইনার মেগ লুইস বলেন, লাখ লাখ মানুষের জীবন-জীবিকার বিনিময়ে ফ্যাশন হাউজগুলো মুনাফা নিশ্চিত করেছেন। সংকট সময়ে তাদের এমন আচরণে জবাবদিহিতা করতে হয়নি। এছাড়াও পাশ্চাত্যের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর এই ভূমিকার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠনগুলো। দ্য গার্ডিয়ান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়