শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিক্সিং কাণ্ডের সিংহ ভাগেই জড়িত ভারত: আইসিসি

স্পোর্টস ডেস্ক: [২]২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বলে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেছেন। যেটি নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়। এর মাঝেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইসিসি। চলমান ফিক্সিং কাÐের বেশিরভাগই ভারত জড়িত।

[২] ২০ জুন শনিবার আইসিসির ম্যাচ ফিক্সিং তদন্তের সমন্বয়কারী স্টিভ রিচার্ডসন বলেন, ‘আমাদের হাতে বর্তমানে ৫০টির মতো ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ভারতের যোগসূত্র রয়েছে।’ খেলোয়াড়দের জড়িত থাকা নিয়ে রিচার্ডসন বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের সর্বশেষ পর্যায়ে আসে খেলোয়াড়রা।

[৩] সমস্যা হচ্ছে এই ফিক্সিংটা যাদের দ্বারা পরিচালিত হয়, খেলোয়াড়দের হাতে যারা টাকা দেয় সবই মাঠের বাইরে বসে করে। এখনই অন্তত ৮ জনের নাম ভারতের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দিতে পারব, যারা কিনা প্রতিনিয়ত খেলোয়াড়দের সাথে ফিক্সিংয়ের বিষয়ে যোগাযোগ করে।’

[৪] উল্লেখ্য, ফিক্সিং নিয়ে ভারতের বিপক্ষে অভিযোগ দীর্ঘদিন ধরেই। আইপিএল নিয়ে এই অভিযোগের তীরটা ধেয়ে গেছে বার বার। কয়েকবার প্রমাণিতও হয়েছে। শাস্তিও পেয়েছেন অনেকে। তবে সেটি যে শুধরে যায়নি তা একেবারেই স্পষ্ট।

[৫] বাংলাদেশের সাকিব আল হাসানের নিষেধজ্ঞার পেছনেও রয়েছে এক ভারতীয় জুয়াড়ীর নাম। এর আগেও ভারতীয় জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার জুয়াড়ীদের সাথে সম্পর্ক রাখার কারণে শাস্তির মুখোমুখি হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়