শওগাত আলী সাগর : করোনা ভাইরাসের সংক্রমণের একেবারে প্রথম দিকে ‘ভিাাইপি হাসপাতাল’ স্থাপনের একটি খবর নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয়েছিলো। সেই প্রতিক্রিয়ার পর ‘ভিআইপি হাসপাতালের’ ধারনাটি বাদ হয়ে যায়।
’ভিআইপি হাসপাতালের’ প্রস্তাব নিয়ে বিরুপ প্রতিক্রিয়া হলেও পরবর্তীতে পেশাজীবীরা সেই ধারনাটিই গ্রহন করেছেন।
সাংবাদিকদের জন্য আলাদা হাসপাাতল,পুলিশের জন্য আলাদা হাসপাতাল, ডাক্তারদের জন্য আলাদা হাসপাতালের দাবি উঠেছে এরি মধ্যে। মন্ত্রী, এমপিদের জন্য আলাদা চিকিৎসা সুবিধার দাবি উঠলেও সমস্যার কিছু নেই।
দেশের সাধারন চিকিৎসাসেবা ব্যবস্থার প্রতি পেশাজীবীদের অনাস্থা থেকেই যে তারা আলাদা ব্যবস্থা চাচ্ছেন- এটি তারা না বললেও পরিষ্কার। সরকারের মন্ত্রী যখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন- তখন সরকারও স্বীকার করে নেয়- দেশের জনগনের জন্য তারা কার্যকর কোনো চিকিৎসা ব্যবস্থাই করেননি। কিংবা দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সাধারনের জন্য, তার প্রতি তাদেরও কোনো আস্থা নেই।
ভাবনার বিষয় হচ্ছে, পেশাজীবীদের জন্য, সরকারের লোকদের জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা দাবি করার লোক আছে, সাধারন মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ভাববার লোকেরই কেবল ঘাটতি। ফেসবুক থেকে