শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিং টেস্ট নিয়ে এই মুহুর্তে চিন্তা করছে না স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯ রোগ নির্ণয়ে পুলিং টেস্ট ভারতের বেশ কয়েকটি রাজ্যে করা হয়েছে। বলা হয়ে থাকে গ্রুপ টেস্ট করলে কিটের খরচ কম হয়। খরচ যেমন বেঁচে যায়, তেমনি পরীক্ষাও হয় অনেক মানুষের। পুলিং টেস্ট বা গ্রুপ করে টেস্ট করার বিষয়ে পাওয়া বিভিন্ন তথ্য বলছে, ৫ জনের একটি পরিবারেরমত ৫টি পরিবারকে একত্রিত করে একবারে টেস্ট করতে হবে। ঠিক এভাবে ৩ লাখ পরীক্ষায় ৭৫ লাখ মানুষের টেস্ট করা যাবে। এদের মধ্যে যেসব গুচ্ছ বা গ্রুপগুলোর কোভিড পজেটিভ আসবে তাদের আলাদা করে টেস্ট করে চিকিৎসা দিতে হবে।

[৩] পুলিং টেস্ট কি?

[৪] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলোমগীর বলেন, পুলিং টেস্ট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একগুচ্ছো লোকের টেস্ট এক সঙ্গে করা হয়। একটি এলাকার একটি বাড়ির কিছু লোকের নমুনা সংগ্রহ করে এক সঙ্গে পিসিআর মেশিনের মাধ্যমে টেস্ট করা। টেস্টে যদি নেগেটিভ আসে তাহলে ধরে নিতে হবে ঐ গুচ্ছ মানুষের কোভিড হয়নি। আর যদি পজেটিভ হয় তবে ধরে নিতে হবে তাদের কোভিড হয়েছে। তখন ঐ বাড়ির সবার টেস্ট করতে হবে।

[৫] ডা. আলোমগীর বলেন, এই মুহুর্তে এই ফরমেটে আমাদের যাওয়ার সুযোগ নেই। তবে এই পুলিং করে প্রথম দিকে হয়তো কিছুটা সফলাতা পাওয়া যেতে পারতো। বা যখন কোভিডের সংক্রমণ কমে আসবে তখন এটি করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়