শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চান হাফিজ

ক্রীড়া প্রতিনিধি : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্মেট থেকে অবসর নিতে চান সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

[৩]প্রায় দুই দশক থেকে ক্রিকেট খেলছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সেরাটা দেওয়ার জন্য টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। এবারের বিশ্বকাপে নিজের সেরাটা দিতে নিজের বিদায়কে স্মরনীয় করে রাখতে চান এই পাক তারকা।

[৪]নিজের দলের জন্য বিশেষ কিছু করেই অবসর নিতে চান তিনি। তাই নিজের অবসরের জন্য কিছুটা সময় নিচ্ছেন তিনি। হাফিজ বলেন, বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি।

[৫] এর আগে টেস্ট থেকে অবসরের আগে ভেবে বুঝে করেছিলাম। আমি নিজের ইচ্ছেমত, পরিকল্পনা অনুযায়ী অবসর নিতে চেয়েছি। নিজের লক্ষ্য, পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার সামর্থ্য বিবেচনায় রেখেছি।

[৬]এবারের বিশ্বকাপে ভাল করতে চান জানিয়ে হাফিজ বলেন, ‘আমি কোন একটা বড় টুর্নামেন্টে ভাল পারফরম করেই অবসর নিতে চাই। আশা করি আমি জিতেই বিদায় নিতে পারব। এটাই আমার পরিকল্পনা। এখন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায়, তবে আমার অবসর নেওয়াটাও পেছাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়