শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচ আঞ্জুর চলে যাওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন ক্রিকেটার জাহানারা

স্পোর্টস ডেস্ক : [২] সম্প্রতি এক প্রকারে নীরবে-নিভৃতেই দেশের ক্রিকেটাঙ্গন ছাড়লেন নারী দলের প্রধান কোচ আঞ্জু জাইন। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের বাজে পারফরম্যান্সের জন্য আঞ্জুর সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বিসিবি।

[৩] আঞ্জুর এমন হঠাৎ বিদায়ে কোচশূণ্য হয়ে পরে নারী ক্রিকেট দল। তবে কোচের বিদায়টা বেশ স্বাভাবিকভাবেই নিচ্ছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তাঁর মতে কোচের বিদায় ক্রিকেটীয় জীবনেওই একটা অংশ। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে জাহানারা এমনটা জানিয়েছেন।

[৪] জাহানারা বলেন, এতো বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক কোচ এসেছেন, গিয়েছেন, আবার আগামীতে আসবেন। আমরা ক্রিকেটাররাও একটা সময় থাকবো না, খেলোয়াড়রা রিপ্লেস হবে। এখানে কেউই স্থায়ী নয়। প্রত্যেকটা কোচ যাওয়ার পরে কিছুটা সময় খারাপ লাগে, আবার নতুন যিনি আসেন, তাদের বা তাকে আমরা বরণ করে নেই। তাদের সঙ্গে সমণ্বয় করে, পরিকল্পনা করে খেলার চেষ্টা করি। এটা ক্রিকেটেরই একটা অংশ হিসেবে বলা যেতে পারে।

[৫] কেউ কারো জায়গায় স্থির নন। সবাই এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবেন এটাই স্বাভাবিক। আমিও হয়তো কখনো না কখনো রিপ্লেস হব। এটাই ক্রিকেটীয় জীবন।

[৬] আঞ্জুর কোচিংয়ে নারী এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালের জুনে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের স্থলাভিষিক্ত হয়েছিলেন আঞ্জু জাইন।

[৭] বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন আঞ্জু জেইন। ভারতের বারদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সিনিয়র মেয়েদের কোচিং করাবেন তিনি। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়