শিরোনাম
◈ জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ, ৫৪% প্রকল্পে দুর্নীতি: টিআইবি ◈ ফিলিস্তিনিদের বেদনা কেন দেখা যায় না? ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন ◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে আমরা আবারও ফিরবো চিরচেনা জগতে: ওবায়দুল কাদের

সমীরণ রায়ঃ [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। ফুল, ফল ফসল, হাসি আনন্দের বাংলাদেশ, উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সূবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।

[৩] ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্হা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত এবং সমন্বিত প্রয়াস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করি। এ মহামারীতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না বলেও জানান তিনি।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংক্রমণ না লুকিয়ে রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে টেস্ট এবং আইসোলেশনে থাকুন। এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ। করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবীদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্নার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।

[৫] ওবায়দুল কাদের বলেন, সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। এই মহামারী থেকে রক্ষা পেতে এবং বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাপ দেয়ার সামিল।

[৬] সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়