শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা আক্রান্ত আফ্রিদির জন্য বিশ্বব্যাপী তারকাদের আরোগ্য কামনা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা টেস্টে পজিটিভ। নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেন আফ্রিদি। এরপর থেকে ক্রিকেটাঙ্গনের অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। বাদ যাননি আফ্রিদির শত্রু বলে বিবেচিত গৌতম গম্ভীরও।

[৩] কয়েকদিন আগেই যে আফ্রিদি মুশফিকের ব্যাট কিনে নিলো বাংলাদেশের মানুষকে সহায়তা করতে সেই আফ্রিদির অসুস্থতা মানতে পারছেন না মুশফিকুর রহীমও। তিনি নিজেও আফ্রিদির জন্য শুভ কামনা জানিয়েছেন।

[৪] শনিবার দুপুরে নিজের ভেরিফাইড টুইটার আইডিতে শহীদ আফ্রিদি টুইট করে জানান, আমি গত বৃহস্পতিবার থেকে ভাল বোধ করছি না। আমার শরীরে ভয়াবহ ব্যাথা অনুভব করছি। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যবশত আমি কোভিড পজিটিভ। সকলের দোয়া চাই দ্রুত আরোগ্য লাভের জন্য, ইন শা আল্লাহ।’

[৫] এরপর থেকে একে একে আফ্রিদিকে শুভ কামনা জানাতে শুরু করেছেন বিশ্বের নাদী দামী সব তারকারা। সেই সঙ্গে তার সতীর্থরাও আছে মনজুড়ে।

[৬] পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক বলেন, ‘আমার দোয়া ও শুভকামনা রইল শহীদ আফ্রিদির জন্য। আশা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিবেন। বেলুচিস্তান ও নর্দার্ন অঞ্চলে সে অনেক চ্যারিটি করেছে। এই পরিস্থিতিতে পুরোটা সময় সে গরীবদের সাহায্য করেছে, দারুণ কাজ করেছে।’

[৭] ব্যক্তিগত বিদ্বেষ ভুলে গৌতম গম্ভীর স্পোর্টস তাককে বলেন, শহীদ আফ্রিদির সঙ্গে আমার রাজনৈতিক মতানৈক্য আছে। তবে আমি আশা করি সে দ্রুত করোনা ভাইরাস থেকে মুক্ত হবে। শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়াও আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

[৮] মুশফিকুর রহীম লিখেছেন, তোমার এ খবর আমাকে ব্যথিত করেছে ভাই। তুমি দ্রুত সুস্থ হও। আল্লাহ তোমাকে দ্রুত আরোগ্য দান করুক। এরপর ভক্তদের বলেন আফ্রিদির জন্য দোয়া করতে।

[৯] পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সরফরাজ আহমেদ, হাসান আলী, ওয়াহব রিয়াজ, আজহার আলী ও সোহেল তানভীরসহ নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফও তার আরোগ্য কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়