শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা আক্রান্ত আফ্রিদির জন্য বিশ্বব্যাপী তারকাদের আরোগ্য কামনা

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা টেস্টে পজিটিভ। নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেন আফ্রিদি। এরপর থেকে ক্রিকেটাঙ্গনের অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। বাদ যাননি আফ্রিদির শত্রু বলে বিবেচিত গৌতম গম্ভীরও।

[৩] কয়েকদিন আগেই যে আফ্রিদি মুশফিকের ব্যাট কিনে নিলো বাংলাদেশের মানুষকে সহায়তা করতে সেই আফ্রিদির অসুস্থতা মানতে পারছেন না মুশফিকুর রহীমও। তিনি নিজেও আফ্রিদির জন্য শুভ কামনা জানিয়েছেন।

[৪] শনিবার দুপুরে নিজের ভেরিফাইড টুইটার আইডিতে শহীদ আফ্রিদি টুইট করে জানান, আমি গত বৃহস্পতিবার থেকে ভাল বোধ করছি না। আমার শরীরে ভয়াবহ ব্যাথা অনুভব করছি। আমি পরীক্ষা করিয়েছি এবং দুর্ভাগ্যবশত আমি কোভিড পজিটিভ। সকলের দোয়া চাই দ্রুত আরোগ্য লাভের জন্য, ইন শা আল্লাহ।’

[৫] এরপর থেকে একে একে আফ্রিদিকে শুভ কামনা জানাতে শুরু করেছেন বিশ্বের নাদী দামী সব তারকারা। সেই সঙ্গে তার সতীর্থরাও আছে মনজুড়ে।

[৬] পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক বলেন, ‘আমার দোয়া ও শুভকামনা রইল শহীদ আফ্রিদির জন্য। আশা করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিবেন। বেলুচিস্তান ও নর্দার্ন অঞ্চলে সে অনেক চ্যারিটি করেছে। এই পরিস্থিতিতে পুরোটা সময় সে গরীবদের সাহায্য করেছে, দারুণ কাজ করেছে।’

[৭] ব্যক্তিগত বিদ্বেষ ভুলে গৌতম গম্ভীর স্পোর্টস তাককে বলেন, শহীদ আফ্রিদির সঙ্গে আমার রাজনৈতিক মতানৈক্য আছে। তবে আমি আশা করি সে দ্রুত করোনা ভাইরাস থেকে মুক্ত হবে। শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়াও আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

[৮] মুশফিকুর রহীম লিখেছেন, তোমার এ খবর আমাকে ব্যথিত করেছে ভাই। তুমি দ্রুত সুস্থ হও। আল্লাহ তোমাকে দ্রুত আরোগ্য দান করুক। এরপর ভক্তদের বলেন আফ্রিদির জন্য দোয়া করতে।

[৯] পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সরফরাজ আহমেদ, হাসান আলী, ওয়াহব রিয়াজ, আজহার আলী ও সোহেল তানভীরসহ নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফও তার আরোগ্য কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়