মোহাম্মদ এ আরাফাত : করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ ৯ জুন, ২০২০ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, ৪ লাখ ৪১ হাজার ৫৫৮টি এবং মোট শনাক্তের সংখ্যা, ৭৪ হাজার ৮৬৫ জন। যাদের পরীক্ষা করা হয়েছে তাদের সকলেরই করোনার লক্ষণ-উপসর্গ অর্থাৎ সাধারণ কাশি-জ্বর ছিল।
এই হিসেবে দেখা যাচ্ছে করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে যতোজন মানুষ পরীক্ষা করেছেন তাদের মধ্যে ১৭ শতাংশ মানুষ করোনা পজেটিভ হয়েছেন অর্থাৎ, ১৭ শতাংশ মানুষ করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার মানে দাঁড়ায়, লক্ষণ-উপসর্গ থাকলেও বাকি ৮৩ শতাংশ মানুষই করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না।
অর্থাৎ, করোনার লক্ষণ-উপসর্গ থাকলেও আমার-আপনার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১৭ শতাংশ এবং করোনাভাইরাস আক্রান্ত না হওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। বি:দ্র: অংকটি একান্তই আমার নিজস্ব।