শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ১২ জুন, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

উল্লাপাড়া প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাসমত আলী (৪২) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে রাজমান বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে হাসমত আলীকে আটক করা হয়।

[৩] ভুয়া ম্যাজিস্ট্রেট হাসমত আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের আকবর আলীর ছেলে। ঘটনার সময় তিনি উপজেলার রাজমান বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে রাজমান বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। এসময় তার আরো দুইজন সহযোগী ছিলেন। সহযোগীরা হলেন, উল্লাপাড়া উপজেলার নন্দীবেড়া গ্রামের ডাক্তার রিপন আলী ও রাওতান গ্রামের তোফাজ্জল হোসেন । সহযোগী দুইজন ঘটনার সময় দ্রুত পালিয়ে যায়।

[৪] রাজমান বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটন জানান, উল্লিখিত ভুয়া ম্যাজিস্ট্রেট তার দুই সহযোগীকে নিয়ে বিভিন্ন চায়ের দোকান ও অন্যান্য দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে ১২/১৪ হাজার টাকা উত্তোলন করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানকে অবহিত করেন। পরে হাসমত আলী ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমানিত হলে তাকে স্থানীয়রা আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

[৫] উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, হাসমত আলীর নিকট থেকে ২ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়