এস এম নূর মোহাম্মদ: [২] তামাদি (যেকোনো আবেদনের সময়সীমা) বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর পক্ষে মোহাম্মদ শিশির মনির এ নোটিশ পাঠান।
[৩] নোটিশে বলা হয়, ভার্চ্যুয়াল আদালত পরিচালনার জন্য গত ১০ মে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত এবং অধঃস্তন আদালতের জন্য পৃথক প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী অধঃস্তন আদালতকে শুধু জামিন শুনানির ক্ষমতা দেওয়া হয়।
[৪] ৩১ মে অধঃস্তন আদালতের জন্য আরেকটি নির্দেশনা জারি করেন। কিন্তু কোন নির্দেশনায় বিভিন্ন আইনে মামলা এবং অন্যান্য দরখাস্ত দায়েরের তামাদির বাধ্যবাধকতা সম্পর্কে কিছুই উল্লেখ নেই।