শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ৮৮৭ বাংলাদেশিদের মৃত্যু, সংক্রমণের শিকার প্রায় ৩৬ হাজার

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশ মিশন, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

[৩] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছিলেন ও প্রক্রিয়াধীন ছিলেন।

[৪] শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত ২৬৪ ও যুক্তরাজ্যে ২২০০ জন বাংলাদেশি মারা গেছেন।

[৫] সৌদি আরবে ২৪৭ জন, ইতালিতে ১০ জন, কানাডায় ৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৭ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৬ জন, কুয়েতে ২৮ জন, সুইডেনে ৮ এবং ওমানে ১জন মারা গেছেন।

[৬] এছাড়া পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

[৭] সিঙ্গাপুরে ১৮ হাজার, সৌদি আরবে ১১ হাজার এবং কাতারে চার হাজার, বেশি বাংলাদেশি সংক্রমনের শিকার হয়েছেন।

[৮] এ ছাড়া কুয়েতে ১ প্রায় হাজার, ইতালিতে ২০০, স্পেনে ১৫০, বাহরাইনে ৪০০ এবং সংযুক্ত আরব আমিরাতে সাড়ে তিন হাজার সংক্রমনের শিকার হয়েছেন।

[৯] পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকার নির্দেশ দিয়েছি।

[১০] তারা খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[১১] এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মাধ্যমে বিশেষ হটলাইনে স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়