ইসমাঈল আযহার: [২] প্রায় ৩ মাস পর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মুসলিমরা শুক্রবার (৫ জুন) আবারও মসজিদে জুমার নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। দেশটির সরকার লকডাউন শিথিল করতে শুরু করেছে। তার-ই অংশ হিসেবে মসজিদে নামাজ আদায় করার অনুমতি দেওয়া হয়েছে। জাকার্তা পোস্ট
[৩] খবরে জানানো হয়েছে, ১৫ জুন রেস্তোঁরা ও শপিংমল পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে এবং ২১ অথবা ২২ জুন পর্যটক স্পটগুলো খোলার অনুমতি দেওয়া হবে।
[৪] শুক্রবার জুমার নামাজ আদায়ে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। নামাজের আগে মসজিদগুলোতে ভালোভাবে স্প্রে করা হয়েছে। এদিকে মুসল্লিরা মাস্ক ব্যবহার করেছেন ও জায়েনামাজ বাড়ি থেকে নিয়ে এসেছেন। মসজিদে প্রবেশ করার সময় মুসল্লিদের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে।
[৫] দীর্ঘদিন পর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মুহাম্মাদ ইয়াহইয়া নামক একটি মসজিদের তত্ত্বাবধায়ক বলেন, ‘‘এটি একটি আনন্দের দিন। আমরা আবারও জুমার নামাজ আদায় করতে পারছি এবং আমাদের প্রিয় মসজিদকে জীবিত করতে পারছি। ’’ চ্যানেল ইন্দোনেশিয়া
[৬] জাকার্তার তেলাদান মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় স্নাতক ডেনি ফয়জাল। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি আবারও জুমার নামাজ আদায় করতে পারছি। এতে আমি খুবই আনন্দবোধ করছি। জাকার্তা পোস্ট
[৭] ডেনি ফয়সাল বলেন, মসজিদে নগর প্রশাসনের আদেশ মোতাবেক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাগুলো মেনে চলা হয়েছে। যেমন, প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, নামাজে দাঁড়ানোর সময় দুই জনের মধ্যে ১ মিটার দূরত্ব রাখা, মাস্ক ব্যবহার করা ও জায়েনামাজ বাড়ি থেকে নিয়ে আসা। অন্যান্য সময়ের থেকে খুতবা দ্রুত পাঠ করা হয়েছে বলেও জানান তিনি।
[৮] গত মার্চ মাসের মাঝামাঝি সময় মসজিদে নামাজ আদায় স্থগিত ঘোষণা করে ইন্দোনেশিয়া।