শাহীন খন্দকার : [২] করোনা পরীক্ষায় রিপোর্ট পেতে বেশ কয়েকদিন লেগে যাওয়ার কারণে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে রিপোর্ট দিনে দিনেই দিতে স্বাস্থ্য অধিদফতরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে জনবল সংকটসহ নানা কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও, নমুনা সংগ্রহ পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জটিলতা।
[৩] বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর সময়মত ফলাফল না পাওয়ায়, আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন। আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. এএসএম আলমগীর বলেন, যখন একজন সন্দেহভাজন রোগী থেকে স্যাম্পল সংগ্রহ করা হলে তাকে আইসোলেশনে থাকতে হবে। না থাকিার ফলেই করোনা কোভিড-১৯ ঝুকি বাড়ছে। সামাজিক সচেতনতায় তিনি বলেন, বুদ্ধিজীবিসহ সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা পালনে আহব্বান জানালেন।
[৪] ডা. আলমগীর বলেন, মানুষ প্রয়োজন ছাড়া বাহির হয়ে আসছে, শিল্পকারখানা খুলে দেওয়াসহ ঈদে বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ঢাকায় ফিরে আসা রাজধানীকে ঝুকিপূর্ণ করে তুলেছে। বাহিরে ঘুরে ফিরছে মাক্স ছাড়া! এরফলে দেশজুড়ে করোনা ঝুঁকি ক্রমেই বাড়ছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট আর পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির সক্ষমতার অভাবেই ফলাফল পেতে কয়েকদিন লেগে যাচ্ছে। পরীক্ষার ফল পেতে দেরী হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
[৫] যেহেতু এটি সংক্রামক ব্যধি তাই এটিকে নিয়ে আরেকটু মনোযোগী হওয়া দরকার। মাঝখানে একটা দিন সময় নিয়ে রিপোর্টটা প্রকাশ করার দরকার।'আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর বলেন, 'নমুনা দেওয়ার পর ফলাফল পেতে দেরি হলে সে যদি পজিটিভ হয় তাহলে পরিবারে সংক্রমণের ঝুঁকির আশঙ্কা থাকে। এখন যা জনবল আছে তা দ্বিগুণ বাড়াতে হবে।' বিশেষজ্ঞদের মতে, সন্দেহভাজন হলেই পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত তাকে অন্যের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত।
[৬] এদিকে, নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে এখনো কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে, এখন থেকে ২৪ ঘণ্টার মধ্যেই করোনা পরীক্ষার ফল প্রকাশের তাগিদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যে কারণেই হোক, নমুনা পরীক্ষার ফলাফল দেরীতে দেয়ার বিষয়টি কোনভাবেই কাম্য নয় বলে জানালেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।