ডেস্ক রিপোর্ট : [২] ওই বিক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। পোল্যান্ড থেকে নিউজিল্যান্ড পর্যন্ত অনেকেই মার্কিন বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
[৩] যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ও জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে লন্ডন, কোপেনহেগেন ও বার্লিনে মার্কিন দূতাবাসগুলোর বাইরে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। ফ্লয়েডের মৃত্যুর আগে শেষ বাক্য 'আমি নিঃশ্বাস নিতে পারছি না', শ্লোগানে মুখরিত করে তুলেছে তারা।
[৪] আয়ারল্যান্ডের ডাবলিনে করোনা ভাইরাস লকডাউন ও সামাজিক দূরত্বের নিয়মকে অস্বীকার করে চলছে প্রতিবাদ। কানাডার টরেন্টো ও ইতালির মিলানে জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে।
[৫] পোল্যান্ডের ক্রাকোতে ও ইরানের মাশহাদে প্রতিবাদ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 'বর্ণবাদ' নিয়ে কটূক্তি করেছেন তারা। হ্যাশট্যাগ# ব্ল্যাক-লাইভস-ম্যাটার লিখে মার্কিন বিক্ষোভকারীদের পক্ষে টুইট করে সমর্থন জানিয়েছেন।
[৬] ফ্লয়েড হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে গত ৭ দিন ধরে বিক্ষোভকারীরা সহিংস বিক্ষোভ করছে। ডেইলি মেইল, নয়াদিগন্ত