শিরোনাম
◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর করলো আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

সিরাজুল ইসলাম : [২] ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় এ ঘটনা ঘটে। ৩১ মে রাতে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে চকরিয়া থানা এজাহার দায়ের করেছেন।

[৩] আসামিরা হলেন- ওই এলাকার বদিউল আলম (৫৫), আনছুর আলম (৩৫), শাহ আলম (৫২), তার স্ত্রী আরেজ খাতুন (৪৮), বদিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৮), রিয়াজ উদ্দিন (৩২), জয়নাল আবেদিন (৩০) ও মো. রুবেল (২৮)।

[৪] মামলায় অভিযোগ করা হয়, ঈদের বাজার করে ঢেমুশিয়া স্টেশন থেকে টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে আনছুর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী টমটম থেকে তাকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। কয়েকজন যুবক এ ঘটনা মোবাইল ফোনের ক্যামরায় ধারণ করে। ওই বৃদ্ধ বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। ঘটনা শোনার পর তার ছেলে সিএনজিচালক সালাহউদ্দিন স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

[৫] আনছুর আলম স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

[৬] ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু বলেন, বয়স্ক নুরুল আলমের সঙ্গে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী অমানবিক আচরণ করেছে।

[৭] মোবাইল ফোন বন্ধ থাকায় আনছুর আলমের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়