শিরোনাম
◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর করলো আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

সিরাজুল ইসলাম : [২] ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় এ ঘটনা ঘটে। ৩১ মে রাতে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে চকরিয়া থানা এজাহার দায়ের করেছেন।

[৩] আসামিরা হলেন- ওই এলাকার বদিউল আলম (৫৫), আনছুর আলম (৩৫), শাহ আলম (৫২), তার স্ত্রী আরেজ খাতুন (৪৮), বদিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৮), রিয়াজ উদ্দিন (৩২), জয়নাল আবেদিন (৩০) ও মো. রুবেল (২৮)।

[৪] মামলায় অভিযোগ করা হয়, ঈদের বাজার করে ঢেমুশিয়া স্টেশন থেকে টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে আনছুর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী টমটম থেকে তাকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। কয়েকজন যুবক এ ঘটনা মোবাইল ফোনের ক্যামরায় ধারণ করে। ওই বৃদ্ধ বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। ঘটনা শোনার পর তার ছেলে সিএনজিচালক সালাহউদ্দিন স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

[৫] আনছুর আলম স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

[৬] ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু বলেন, বয়স্ক নুরুল আলমের সঙ্গে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী অমানবিক আচরণ করেছে।

[৭] মোবাইল ফোন বন্ধ থাকায় আনছুর আলমের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়