শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর করলো আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

সিরাজুল ইসলাম : [২] ২৪ মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়ায় এ ঘটনা ঘটে। ৩১ মে রাতে বৃদ্ধ নুরুল আলমের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে চকরিয়া থানা এজাহার দায়ের করেছেন।

[৩] আসামিরা হলেন- ওই এলাকার বদিউল আলম (৫৫), আনছুর আলম (৩৫), শাহ আলম (৫২), তার স্ত্রী আরেজ খাতুন (৪৮), বদিউল আলমের ছেলে মিজানুর রহমান (২৮), রিয়াজ উদ্দিন (৩২), জয়নাল আবেদিন (৩০) ও মো. রুবেল (২৮)।

[৪] মামলায় অভিযোগ করা হয়, ঈদের বাজার করে ঢেমুশিয়া স্টেশন থেকে টমটম গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে আনছুর আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী টমটম থেকে তাকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। কয়েকজন যুবক এ ঘটনা মোবাইল ফোনের ক্যামরায় ধারণ করে। ওই বৃদ্ধ বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। ঘটনা শোনার পর তার ছেলে সিএনজিচালক সালাহউদ্দিন স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন ও সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

[৫] আনছুর আলম স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

[৬] ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু বলেন, বয়স্ক নুরুল আলমের সঙ্গে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী অমানবিক আচরণ করেছে।

[৭] মোবাইল ফোন বন্ধ থাকায় আনছুর আলমের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়