আবদুল্লাহ আল আমীন : [২] জুয়া খেলতে গিয়ে ময়মনসিংহের ত্রিশালে ডিবি পুলিশের হাতে ২৭ পেশাদার জুয়াড়ি ধরা পড়েছে। গতকাল সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করার পর আজ মঙ্গলবার দুপুরে এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
[৩] সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ত্রিশাল উপজেলা বাস স্ট্যান্ডে গুলশান সিনেমা হলে একাধিক পেশাদার জুয়াড়ি জুয়া খেলছে এমন তথ্য পায় জেলা ডিবি পুলিশ। এরপর ডিবি ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় মোট ২৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তারকৃতরা গাজীপুর, মাদারীপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ