শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিষ্ঠার দশম বর্ষে জবি ক্যারিয়ার ক্লাবের পদার্পণ

অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধিঃ [২]২০১১ সালের পহেলা জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক উদ্যমী তরুণদের সূদুর প্রসারী চিন্তা ও প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে ওঠেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।প্রতিষ্ঠার শুরু থেকেই, সংগঠনটির লক্ষ্য ছিলো প্রতিযোগিতামূলক চাকরির বাজারের টিকে থাকার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মোন্নয়ন এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো।

[৩]জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে কাজের মাধ্যমে শিখে এবং নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পায়।

[৪]জবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের লক্ষ্যে অবিচল থেকে ধীরে ধীরে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় জবি ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠান।

[৫]লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হবার পরও থেমে থাকেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম। তারা ইতিমধ্যেই অনলাইনে বিভিন্ন কোর্স ও প্রতিযোগিতার আয়োজন করেছে। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে জবি ক্যারিয়ার ক্লাব আয়োজিত সম্পূর্ণ অনলাইনভিত্তিক কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, লগো মেকিং, ভিডিওগ্রাফির প্রতিযোগিতা 'ক্রিয়েটিভ ম্যানিয়াক'।

[৬] বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে জবি ক্যারিয়ার ক্লাব তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনলাইনে ৩ দিন ব্যাপী বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে উদযাপন করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পহেলা জুন রাত ১২ টায় ক্যারিয়ার ক্লাবের সকল মেম্বার মিলে একসাথে ক্লাবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু হয়েছে উদযাপন।

[৭]সংগঠনের প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের আত্মউন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে কিভাবে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে এবং চাকরির বাজারে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে তা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা গত ৯ বছর ধরে ভবিষ্যত নেতৃত্ব তৈরীতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

[৮]প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে ক্লাবটির সাধারণ সম্পাদক আবির হোসেন জানান, আমরা সব সময়ই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করি তাদের একটা প্ল্যাটফর্ম দেয়ার যেখানে অন্যদের সাথে তালমিলিয়ে আগে কাজ শিখে, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে হাতেকলমে সমস্যার সমাধান নিজেই করে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়