শিরোনাম

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে অন্তসত্বা নারীর মৃত্যু

আবদুল ওহাব : [২] বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে ১৯ বছরের এক অন্তঃসত্বা যুবতী নারী মারা গছে। সোমবার ১ জুন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান।

[৩] হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন বলেন, ওই নারীর বাবার বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। তিনি স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে বাবার বাড়িতে ফিরে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হন। প্রথমে নওগাঁ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিনের মাথায় অবস্থার অবনতি ঘটলে গতকাল রোববার রাতে তাঁকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। এর ঘণ্টা পর তিনি মারা যান। এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হলো।

[৪] এই চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, রাত সাড়ে নয়টার দিকে ওই নারীকে আইসোলেশনে ভর্তির পর করোনা সন্দেহে চিকিৎসা শুরু করা হয়। আজ সোমবার সকালে তাঁর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানোর কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসোলেশনে ভর্তির ঘণ্টাখানেক পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান।তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিশেষ স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়