আসিফুজ্জামান পৃথিল : [২] মহামারীবীদদের নতুন গবেষণা বলছে করোনাভাইরাস বহনকারীদের অধিকাংশের শরীরে কোনও লক্ষণ থাকে না এমনকি তারা কোনও সমস্যা বোধ করেন না। কিন্তু তারা এই ভাইরাস বহন করে ছড়াতে থাকেন। দ্য গার্ডিয়ান।
[৩] আগে মনে করা হচ্ছিল ২০ শতাংশ করোনাক্রান্ত অ্যাসিম্পটমিক। কিন্তু বাস্তবে এই সংখ্যা তার বহুগুন। বিজ্ঞানীরা বলছেন, এই ব্যক্তিরাই মূলত কেয়ার হোমে ভাইরাস ছড়িয়েছিলেন। এসব কেয়ার হোমেই সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে।
[৪] এই গবেষণার ফলে ফেস মাস্ক বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ, বেশ কিছু বিশ্ব নেতা দাবী করেছিলেন, যাদের লক্ষণ নেই, তাদের জন্য মাস্ক জরুরী নয়। কিন্তু এই গবেষণা বলছে, তারা সঠিক ছিলেন না।
[৫] বিংশ শতাব্দির শুরুতে অ্যসিম্পটোমেটিক রোগের একটি ঘটনা বিশ্বজুড়ে সারা ফেলে দিয়েছিলো। টায়ফয়েড মেরি নামে পরিচিত এই ঘটনায়, এক রাধুনি, যার কোনও লক্ষণ ছিলো না, তিনি ৫৩ জন ব্যক্তিকে আক্রান্ত করেন। সেখান থেকে এই রোগটি মহামারীতে পরিণত হয়।